এটিএম সালাম,নবীগঞ্জ(হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গত দু’দিনে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষা প্রতিষ্টান, ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতিক কুটিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। এরমধ্যে পৌর শহরের হোমল্যান্ড স্কুলের ছালে টিন উপড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন।
জানাযায়, গত বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া ওই কাল বৈশাখীর ছুবলে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে গাছ পালা লন্ডভন্ড হয়ে যায়। অনেক কাচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
বিদ্যুতিক কুটি পড়ে যাওয়ায় বুধবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফলে এলাকায় ভুতরে পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষা প্রতিষ্টানের টিন উপড়ে গিয়ে পাশ্ববর্তী জমিতে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড় ও বৃষ্টির সাথে কোন কোন এলাকায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশংখ্যা করছেন কৃষকরা।
বিদ্যুতিক কুটি উপড়ে পরে বিদ্যুৎ বন্ধ থাকায় চলতি এইচএসসি পরীক্ষার্থীদেরও লেখাপড়ার বিঘ্ন ঘটায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
বুধবারের সন্ধ্যার ঝড়ে শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপিট হোমল্যান্ড আইডিয়েল স্কুলের দু’ তলার ছালের টিন উপড়ে যাওয়ায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান অধ্যক্ষ তাপশ লাল আচার্য্য।
এছাড়াও শহরের বিভিন্ন দোকানপাট এর টিন উপড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন হাওরের কৃষকদের সাথে আলাপ করে জানাযায়, গেল দু’দিনের ঝড় বৃষ্টির পাশাপাশি কিছু শিলা বৃষ্টি দেখা গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ে ক্ষতির পরিমান হবে অন্তত অর্ধ কোটি টাকা।
Share on Facebook