নিজস্ব প্রতিনিধি : আজমিরীগঞ্জের শিবপাশায় ২৫০শ গ্রাম গাঁজাসহ আমির মিয়া (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। জানা যায়, উপজেলার শিবপাশায় কয়েকদিন ধরে গাঁজা সেবনকারীদের আনাগোনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে শিবপাশা পূর্ব পাড়ার বাসিন্দা মৃত হামদু মিয়ার পুত্র আমির মিয়া বিভিন্ন স্থানে গাজা বিক্রি করে আসছিল।
বিষয়টি জানতে পেরে শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত সময় আমির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ২শ ৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। পরে ফাড়ি পুলিশ আটককৃত আমির মিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে আজমিরীগঞ্জ থানায় প্রেরণ করে।