হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রাম থেকে হ্যাপি (২২) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় কোর্ট ষ্ট্যাশন পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। হ্যাপি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সে দীর্ঘদিন ধরে জালালাবাদ গ্রামে হাজী কাজল মিয়ার মেসে থেকে শহরের একটি কলেজে লেখাপড়া করে আসছে। সে ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্রী। গতকাল সকালে হ্যাপিকে ঘুমে রেখে তার রুমমেট বাইরে চলে যায়। দুপুর ১টার দিকে তার ওই রুমমেট মেসে এসে দেখে দরজা জানালা বন্ধ। অনেক ডাকা ডাকির পর হ্যাপির কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙ্গে ঘরের তীরের সাথে হ্যাপির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। একটি সূত্র জানায় প্রেম সংঘটিত কারণে এ ঘটনাটি ঘটতে পারে।
এসআই সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে আত্মহত্যা, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারণ জানা যাবে।