মোঃ মামুন চৌধুরী: বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার অরণ্য ভ্রমণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখ ১ মার্চ সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকা থেকে বাসযোগে এ অরণ্য ভ্রমণের সূচনা হয়।
বিএইচআরসি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি গাজীউর রহমান ইমরানের সৌজন্যে টি-শার্ট গায়ে পড়ে অরণ্য ভ্রমণ দলের সদস্যরা বেলা সাড়ে ১১টায় পৌঁছায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান জেলার মাধবপুরের তেলিয়াপাড়া স্মৃতি সৌধে।
প্রায় ৩০ মিনিট অবস্থান করে প্রকৃতির রাণী সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় ২০ মিনিটেই পৌঁছা গেল। এরমধ্যে বাসে লটারীর কুপন বিক্রি চলে।
এতে দুপুর হওয়ায় মোদাব্বির হোসেন বাবুর্চির রান্না করা সু-স্বাদু খাবার দিয়ে ভোজন শুরু হয়। ভোজনে গেল প্রায় ৩০ মিনিট। পরে উদ্যানের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে পাতিল ভাঙ্গা প্রতিযোগীতায় সবাই অংশগ্রহণ করেন। তারপরেই শুরু হয় র্যাফেল ড্র। এতে একে একে ১০ জন ভাগ্যবান পান আকর্ষণীয় পুরস্কার।
পাতিল ভাঙ্গার পুরস্কারের পরে অতিথি শায়েস্তাগঞ্জ মডেল কামিলা মাদ্রাসার অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, চুনারুঘাটের বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, প্রকৌশলী নাসিমুজ্জামান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, হপবিস কর্মকর্তা কামাল হোসেন, বিট কর্মকর্তা শামছুদ্দিন, উদ্যানের কাউন্টার ম্যানেজার মোঃ জসিম উদ্দিনকে উপহার প্রদান করা হয়। সেই সাথে অরণ্য ভ্রমণ দলের সকলেই পান উপহার। এতে করে কাউকেই আর নিরাশ হতে হয়নি। পরে ফেরার পালার পূর্বে ফটো সেশন করেই বাসযোগে গন্তব্যে রওনা হয়ে গোধূলি ফেরিয়ে এ ভ্রমণের সফল সমাপ্তি ঘটে।
দিনব্যাপী এ অরণ্য ভ্রমণ দলে মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, নওরোজুল ইসলাম চৌধুরী, আব্দুল জব্বার তালুকদার মুরাদ, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আবু তাহের, হাবিবুর রহমান বেনু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সুমন, সৈয়দ এমআর মাসুক ভান্ডারী, শেখ ই আর ইকবাল, তোফায়েল আহমেদ মনির, আরএইচ শাহীন, ফখরুদ্দিন আল নোমান, যুগ্ম-অর্থ সম্পাদক এম শামীম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, মোঃ মামুন চৌধুরী, প্রচার-প্রকাশনা সম্পাদক ফখরুল আলম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ ফরহাদ, দপ্তর-সম্পাদক জুনাইদ তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক সুমন আহমেদ, আব্দুর রাজ্জাক, সদস্য মোজাহারুল হায়দার চৌধুরী জুনাঈদ, আজিজুর রহমান ফয়সল, জামাল আহমেদ রাজ, শামীম আহমেদ নাসির, নাজমুল হাসান ফারুক, সাজাব আলী সোহেল, আররাদ আহমেদ নাহুল, সমাজসেবক মেহেদি হাসান হাবিব, আরিফ খান জয়, নেওয়াজ, নিজাম উদ্দিন, মফিজুল, শিক্ষার্থী তিলন বেগম, সোনিয়া আক্তার প্রমুখরা অংশগ্রহণ করেন।