স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের চাঞ্চল্যকর মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল কদ্দুছ হত্যা মামলার অন্যতম আসামী লিটন মিয়া (২৪) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেলে মোবাইল টেকিংয়ের মাধ্যমে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নোয়াগাও এবতেদায়ী মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাহুবল উপজেলার দশকাহনিয়া গ্রামের অনু মিয়ার পুত্র। তাকে গতকাল শুক্রবার পুলিশ কোর্টের মাধ্যমে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। লিটন মিয়া একই গ্রামের বাসিন্দা ও মিরপুর দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুছ হত্যা মামলার ৪নং আসামী।
ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। হবিগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মুন্সি আবু কদ্দুস জানান, ২০১৭ সালের ২৯ এপ্রিল বিকালে পূর্ব বিরোধের জের ধরে বাহুবল উপজেলার দশকাহনিয়া গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল কুদ্দুছের উপর হামলা চালিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে নিহতের পুত্র মোঃ জাকারিয়া বাদী হয়ে প্রতিবেশী অনু মিয়া, তাঁর পুত্র লিটন মিয়াসহ ৫ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে এবং পরবর্তীতে সিআইডিতে ন্যস্ত হয়।
এদিকে কারাভোগের পর তিন আসামী আদালত থেকে জামিন লাভ করেন এবং ২নং আসামী মিজানুর রহমান ও তার ভাই ৪নং আসামী লিটন মিয়া ঘটনার পর আত্মগোপন করে। এক পর্যায়ে মোবাইল টেকিংয়ের মাধ্যমে লিটনের অবস্থান নির্ণয় করা হয় এবং গত বৃহস্পতিবার বিকেলে ইন্সপেক্টর মুন্সি আবু কদ্দুসের নেতৃত্বে একদল সিআইডি পুলিশ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নোয়াগাও ইবতেদায়ী মাদ্রাসা থেকে লিটন মিয়াকে গ্রেফতার করে। গতাকাল শুক্রবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।