ডেস্ক : আসন্ন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সময় সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ এপ্রিল ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হওয়া লড়াই শেষ হবে ৬-১০ মে টেস্ট ম্যাচ দিয়ে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি রয়েছে মাত্র একটি। সিরিজে টেস্ট ম্যাচ থাকছে দুটি।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ আসবে পাকিস্তান দল। ১৫ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
মূল লড়াই শুরু হবে ১৭ এপ্রিল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। একই ভেন্যুতে ১৯ এপ্রিল দ্বিতীয় এবং ২২ এপ্রিল শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে তারা।
সিরিজের প্রতিটি ওয়ানডে ম্যাচই হবে দিবা-রাত্রির। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২-৩০ মিনিটে।
এখানেই সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল সন্ধ্যা ৬-৩০ মিনিটে।
আগামী ২৮ এপ্রিল খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে সকাল ১০টায় প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।
শেষ টেস্টটি হবে শেরে বাংলা স্টেডিয়ামে। আগামী ৬ মে থেকে ১০ মে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।