হবিগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে ৫শ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮ টায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভা সংলগ্ন লঞ্চঘাট এলাকার জয়নগর গ্রামের মোঃ শেখ ফরিদ (৫৫) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি ও সেবন করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল উল্লেখিত সময়ে আজমিরীগঞ্জ থানার এ.এস.আই মোঃ সুজাতুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায় ।
একই সময় গাঁজা সেবন অবস্থায় মোঃ শেখ ফরিদ মিয়াকে আটক করে এবং তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এদিকে, একই সময় গাঁজা বিক্রেতা শেখ ফরিদের আস্তানা থেকে সুনামগঞ্জের সাপুড়ে মোঃ রিপন মিয়া (২০)কে আটক করে পুলিশ। পুলিশ জানায় তাকে সন্দেহ জনক আটক করা হয়।