মোঃ আবদুল হক রেনু ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৮ যুব ব্যাডমিন্টন প্রতিযোগীতায় হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন দাউদনগর হাবেলীর সৈয়দ আসিফুর রহমান-মাহি।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। সৈয়দ আসিফুর রহমান-মাহি শায়েস্তাগঞ্জ, দাউদনগর গ্রামের সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়ার, বৃহত্তর সিলেটের সাবেক চ্যাম্পিয়ন ও প্রশিক্ষক সৈয়দ অলিউর রহমানের নাতি ও সৈয়দ আরিফুর রহমান রাসেলের পুত্র।
দাউদনগর ব্যাডমিন্টন ক্লাবের সদস্য সৈয়দ মাহি হবিগঞ্জ যুব অনুর্ধ্ব-১৮ ব্যাডমিন্টন প্রতিযোগীতায় হবিগঞ্জ জেলার একক ও দ্বৈত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দ্বৈত খেলায় মাহি-জাবের জুটি চ্যাম্পিয়ন ও নাজমুল-ছায়েম জুটি রানার্স আপ হয়েছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ খেলোয়ারদের হাতে পুরস্কার তোলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রক্তন খেলোয়ার কল্যান সমিতির সভাপতি এড পূণ্যব্রত চৌধুরী বিভূ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।