মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ইয়াবাসহ সালাউদ্দিন (২২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত সালাউদ্দিন উপজেলার নারায়ণকোলা গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে।
মাধবপুর থানার এসআই শামস-ই তাবিজ জানান, মাদক বিক্রেতা সালাউদ্দিন ইটাখোলা এলাকায় ইয়াবা বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।