এস এইচ টিটু,সৌদিআরব থেকে : বাংলাদেশের সঙ্গে মিল রেখে বুধবার সকাল ৭টায় সৌদি আরবেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
এবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ শাখাতে মোট ৪৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষাতে অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৬ জন ছাত্র, ২৩ জন ছাত্রী। এদের মধ্যে বিজ্ঞান শাখায় ৩২ এবং ব্যবসায় শাখায় ১৭ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ বদরুল আলম।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর(পলিটিক্যাল)মোশাররফ হোসেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা খুব সুন্দর এবং ঠাণ্ডা মাথায় সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে।
এদিকে বাংলাদেশের চলমান সহিংসতা আর হিংসার রাজনীতির প্রভাব এসে পড়েছে প্রবাসের মাটিতেও। দেশের অবস্থা নিয়ে তারাও শঙ্কিত। প্রবাসী অভিভাবকরা অন্তত পরীক্ষা চলাকালীন হরতাল, অবরোধ, না দেয়ার আহ্বান জানিয়েছেন।