নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিসাবরক্ষন সমিতি গণপূর্ত বিভাগ সিলেট অঞ্চলের উদ্যোগে জাকজমকভাবে বার্ষিক বনভোজন অনুষ্টান বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গত শনিবার অনুষ্টিত হয়েছে।
সিলেট বিভাগের ৪টি জেলার সার্কেল ডিভিশন ও সাব ডিভিশনে সহকারী হিসাবরক্ষক পদে কর্মরত প্রতিনিধিসহ মোট ৩৩ জন এতে অংশগ্রহন করেন। ঐদিন সকালে সিলেট থেকে রওয়ানা হয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভুমি শ্রীমঙ্গল লেমন গার্ডেন প্যালেস রিসোর্ট এ গিয়ে অনুষ্টান শুরু হয়।
অনুষ্টানমালার মধ্যে ছিল,কুইজ প্রতিযোগীতা,ভাগ্য লটারী,মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগীতা,পুরুষদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগীতা,পুরস্কার বিতরন ও মধ্যাহ্নভোজন। এতে অংশগ্রহনকারীরা হলেন,সিলেট ডিভিশনের এখলাছুর রহমান,আলাউদ্দিন আল আহমদ চৌধুরী,হাফিজুর রহমান,সেলিম মজুমদার,আওলাদ হোসেন, হবিগঞ্জ ডিভিশনের উত্তম কুমার পাল হিমেল,সিলেট সার্কেলের মুক্তার আহমদ,সিলেট ডিভিশনের রাজিব দাশ,অমিতাভ দত্ত রনি,মিহির কান্তি দে, মৌলভীবাজর ডিভিশনের সেলিম আহমদ,শ্যামল চক্রবর্ত্তী,জাহেদা খানম,সংগীতা আচার্য্য,সুনাগঞ্জ ডিভিশনের রানু রঞ্জন ধরসহ তাদের পরিবারের লোকজন।
চারদিকে লেবুর বাগান বেষ্টিত মধ্যখানে রিসোর্ট,সুইমিং পুল,শিশুদের কিডস কর্নারসহ প্রাকৃতিক পরিবেশ যেন গভীরভাবে আকৃষ্ট করে ভ্রমন পিপাসুদের। হবিগঞ্জ গণপূর্ত বিভাগের সহকারী হিসাব রক্ষক উত্তম কুমার পাল হিমেলের প্রস্তাবনায় বার্ষিক বনভোজন অনুষ্টানের সার্বিক পরিচালনায় ছিলেন,সিলেট সার্কেল ও বিভাগের মুক্তার হোসেন, অমিতাভ দত্ত রনি,রাজীব দাশ,মিহির কান্তি দে।