বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের হলিমপুর গ্রাম থেকে পোয়াতি গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে পরিবারের দাবী তাকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। এ ঘটনা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই গ্রামের আব্দুল আলীমের কন্যা জামিলা বেগম (২০) এর সাথে বিয়ে দেয়া হয় প্রতিবেশী জাকির হোসেনের পুত্র ছাদির মিয়া (৩০) এর।
জামিলার পিতা জানান, বিয়ের পর থেকেই ছাদির মিয়া যৌতুকের জন্য জামিলার উপর নির্যাতন চালাতো। মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি বিভিন্ন সময় টাকা দিয়েছেন। এরপরও ছাদির মিয়া ক্ষান্ত হয়নি।
মঙ্গলবার রাতে তার পোয়াতি কন্যাকে যৌতুকের জন্য ফের নির্যাতন চালায় ছাদির ও তার পরিবারের লোকজন।
বুধবার সকালে তার লাশ ছাদির মিয়ার বাড়িতে মেয়ে জামিলার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ডিএম মজিদ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, জামিলার পিতার দাবী তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে ছাদির মিয়া ও তার পরিবারের লোকজন আত্মগোপন করেছে।