উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ থানা পুলিশেরর অভিযানে ৫ পিছ ফেনসিডিল ও ১০ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট হামদু মিয়া (৩৫) এবং এলাকার কুখ্যাত চোর বাদল মিয়া (৩২) গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী হামদু পুর্ব তিমিরপুর গ্রামের মকসুদ মিয়ার ছেলে এবং কুখ্যাত চোর পশ্চিম তিমিরপুর গ্রামের মিজাজ উল্লার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই শামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পুর্ব তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে হামদু মিয়ার বাড়ী থেকে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেফতার করা হয় এবং একই রাতে চুরির মামলায় সন্ধিগ্ধ হিসেবে বাদলকে গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ী হামদু ইতিপূর্বেও তার ভাইসহ গ্রেফতার হয়েছে।