বাহুবল প্রতিনিধি : বাহুবলে দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল দিয়ে পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাথে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) ৯টা ৪৫ মিনিটে বাহুবল ডিগ্রী কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক রকেট উদ্দিন সরকার মোবাইলের মাধ্যমে মিরপুর দাখিল মাদ্রাসা, রাসুলপুর দাখিল মাদ্রাসা ও শাহ জালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসার কিছু পরীক্ষার্থীদের গণিতে অবৈধ সহযোগীতা করে আসছিলেন।
এসময় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষকের এমন অবস্থা দেখে উনার সন্দেহ হলে ঐ শিক্ষককে তল্লাশি করা হলে তার কাছে ২টি মোবাইল পাওয়া যায়।পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন কালে মোবাইল সহ হাতে-নাতে থাকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। এসময় ৭ শিক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গণিত পরীক্ষা চলাকালিন সময়ে দায়িত্বে থাকা শিক্ষক একটি স্মার্ট ফোন দিয়ে পরীক্ষার্থীদের অংক দেখিয়ে দিচ্ছিলেন, এসময় ওই শিক্ষকের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৭ শিক্ষার্থীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, পাবলিক পরীক্ষায় অবৈধ কাজে জরিত যাকেই পাওয়া যাবে, তার বিরুোদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।