আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার জলসুখা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জালাল মিয়া (৪) ও শিবপাশা গ্রামের উস্তার আলীর ছেলে তাহসিন মিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাহসিন মিয়া সোমবার তার খালার বাড়ি উপজেলার জলসুখা গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে বেড়াতে যায়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকেই নিহত তাহসিন ও জালাল মিয়াকে খুজে পাওয়া যায়নি।
বিকেলে নিহতদের জামা কাপড় স্থানীয় একটি পুকুর পাড়ে পাওয়া গেলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে জাল দিয়ে পুকুরে তল্লাশী করা হলে জালের ভিতরে নিহত শিশুদের লাশ পাওয়া যায়।
সন্ধ্যায় তাদেরকে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।