শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লার ময়নামতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বোর্ড) এলাকায় শিক্ষা সফর ও বনভোজন উপভোগ করেছে।
৬ ফেব্রুয়ারি বুধবার সকালে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো ৩টি যাত্রীবাহি বাসে শতাধিক ছাত্রী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি অভিভাবক সদস্যদেরকে নিয়ে কুমিল্লা জেলার ময়নামতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বোর্ড এলাকায় দিন ব্যাপী ছাত্রীরা অবস্থান করে। ময়নামতি পার্কে প্রতœতত্ত্ব শালবন রাজার বাড়ি পরিচিত ছিল।
কিন্তু খননের পর ১১৫ টি ভিক্ষুকক্ষ ৫৫র্০র্ দ্ধ ৫৫র্০ পরিমাপের ১টি বৌদ্ধ বিহারের ভূমি নকশা উন্মোচিত হয়, এই শালবন বিহার নামে অভিহিত করা হয়েছে। বিহারটি মধ্যভাগে ১টি মন্দির ও উত্তরে বালুর মাঝামাঝি স্থানে প্রবেশ তোরণ আকর্ষন। বিহারটিতে ৪টি ও কেন্দ্রীয় মন্দিরে ৬টি নির্মাণ যুগের প্রমাণ রয়েছে। খননে প্রাপ্ত ১টি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায়, এই বিহারটি দেব বংশের ৪র্থ রাজা শ্রী ভরদেব খ্রিস্টায় ৮ শতকের উপর নির্মাণ করেছে। ইহার আসল নাম ছিল “ভবদেব মহাবিহার” এই বিহারে খননে প্রাপ্ত বিপুল পরিমাণ প্রতœতত্ত্ব ময়নামতি জাদুঘরে পরিদর্শন করে। এবং দুপুরে খাবার খেয়ে বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বোর্ড) এলাকায় মনকাড়া বিভিন্ন রকমের আকর্ষনীয় সৌন্দর্য্য ছয়াবৃক্ষ বাগান নানা রকমের ফুলের বাগান, বিভিন্ন প্রজাতির কাঠের ও বনাজী ঔষধের গাছসহ শাহীদ মিনারগুলো আকর্ষনীয় উপভোগ করে ছাত্রীরা। এছাড়া বিকাল ৫ টায় কুপন লটারীতে ড্র হয়। পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষকবৃন্দ।
সেখানে শিক্ষার্থীদের সাথে ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর মোঃ সাইদুর রহমান শিউলি বেগম , জবা রায়, জেলা পরিষদের সদস্য আলেয়া বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক জালাল আহম্মদ, শিক্ষিকা হালিমা খাতুন, শিক্ষক আলী হায়দার সেলিম, হেলেনা আক্তার, সাজ্জাদুর রহমান সাজু, হোমাম্মদ সোয়েব, দেবযানী ধর বর্মা, লিটন চন্দ্র পাল, রফিকুল ইসলাম, শাহরিয়া চৌধুরী ডালিম, আরিফুল ইসলাম, আজিজুর রহমান লিটন, ফাহিমা আক্তার, হবিগঞ্জ জে.কে. এন্ড হাই স্কুলের শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।