হবিগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় “বাংলা ইশারা ভাষা দিবস” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিপরিচালক হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচংআজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়। শহর সমাজ সেবা কর্মকর্তা আবু নাইম মৃধার সঞ্চালনায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান,প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি ইজাবত উল্লা, প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক শেখ মোঃ ফয়জুল হক প্রমুখ।
সভায় জানানো হবিগঞ্জ জেলায় বাক প্রতিবন্ধীর সংখ্যা ২ হাজার ৪৩ জন, শ্রবন প্রতিবন্ধী ৬২৪জন এবং শ্রবন দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা ২০৭ জন। এই প্রতিবন্ধিদেও জন্য সরকারীভাবে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। রয়েছে তাদের শিক্ষার ব্যবস্থা।