মোঃ আবদুল হক রেনু ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ থেকে শিল্প এলাকা অলিপুর পর্যন্ত মহাসড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ০৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ককে ৪লেনে উন্নীত করার পরিকল্পনার রয়েছে সরকারের। মহাসড়ককে ৪লেনে উন্নয়নের কাজ অচিরেই শরু হবে। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আজকের এই অভিযান পরিচালনা করা হয় । এতে মহাসড়কের উভয় পার্শ্বের প্রায় ২শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে রোডস এন্ড হাইওয়ের (সওজ) নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হতে অলিপুর পর্যন্ত মহাসড়কের উভয় পার্শ্বের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সড়ক ও জনপথের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ উচ্ছেদ দলকে সার্বিক সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, ও চুনারুঘাট থানার পুলিশ।