নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে প্রাণ কোম্পানীতে বিদ্যুতের তারে জড়িয়ে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে প্রাণ কোম্পানীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘা গ্রামের সফিক মিয়ার ছেলে মো: আব্দুল্লাহ(৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ট্রাক চালক মোঃ আব্দুল্লাহ ফেঞ্চুগঞ্জ থেকে সুপারক্রিট সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে প্রাণ কোম্পানীতে আসেন। সিমেন্ট আনলোড করে গাড়ি পরিস্কার করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি।
খবর পেয়ে রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।