স্টাফ রিপোর্টার ॥ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ সমাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর হাত থেকে পিপিএম পদক গ্রহন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
গতকাল সোমবার ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পুর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদকে মনোনীত হন দেশের ৩৪৯ পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ উল্ল্যা যোগদান করার পর থেকে হবিগঞ্জের আইনশৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখেন। বিশেষ করে হবিগঞ্জের দাঙ্গা-হাঙ্গামা বন্ধে পুলিশ সুপার জেলার প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও এ বারের শীতে জেলার প্রতিটি উপজেলায় নিজে গিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।