স্টাফ রিপোর্টার ॥ সংসদ কমিটির সদস্য হয়েছেন হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে মাগরিবের বিরতির পর প্রথমে এই কমিটি গঠন করা হয়।
রীতি অনুযায়ী কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। সংসদ কমিটিতে এডভোকেট মোঃ আবু জাহির এমপি ছাড়াও অন্যান্য সদস্যরা হলেন- এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহীম, হুইপ মাহবুব আরা গিনি, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক, শওকত হাছানুর রহমান রিমন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা ও জাতীয়পার্টির কাজী ফিরোজ রশীদ।