স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে বিধ্বংসী জয়ের মাধ্যমে শুভ সূচনা করেছে অল টাইম ফেভারিট মডার্ণ ক্লাব। সোমবার তারা ৯ উইকেটে নব জাগরণ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে মডার্ণ এর পেস এবং স্পিন বোলিং এর যৌথ আক্রমনে দিশেহারা হয়ে পড়ে। ২৯.৩ ওভারে তারা ৭৫ রান করে অল আউট হয়ে যায়।
মডার্ণের রাফি ১৩ রানে ৩টি, মারুফ ১ রানে এবং রাজু ১৩ রানে ২টি করে উইকেট লাভ করে। নাছিম ৯ ওভারে মাত্র ৯ রান দিয়ে পায় ১ উইকেট।
জবাবে অধিনায়ক মুকুলের অপরাজিত ৩৫ এবং আল আমিনের অপরাজিত ২৮ রানের সুবাদে মাত্র ১২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়।