শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেল জংশন ১শ’ গজ দূরে এক মাত্র সাব ডাকঘরটি জীবনের ঝুকি নিয়ে ১৫ জন কর্মচারী কাজ করছেন।
ভবনটি পুরাতন হওয়ায় যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে।
হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা হতে সর্বত্র ডাক প্রতিদিন শায়েস্তাগঞ্জের সাব ডাকঘরে গিয়ে সন্ধ্যায় জমা দেওয়া হয়। সেখান থেকে বাচাই করে রেলওয়ে মেইল সার্ভিস (আর.এম.এস) অফিসে জমা দিলে সেখান থেকে বাচাই করে দেশ ও বিদেশে ডাক প্রেরণ করা হয়। কিন্তু ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও শ্যাওলা পড়ে রয়েছে।
গতকাল রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, একতলা ভবনটি বিভিন্ন স্থানে ফাঠল দেখা দিয়েছে। ভিতরে প্রবেশ করার সাথেই সাথেই কর্মচারীরা জানান, আমরা ১৫ জন কর্মচারী জীবনের ঝুকি নিয়ে কাজ করছি। বার বার উর্ধতন বিষয়টি অবগত করিলে ও কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শন করে গিয়ে আজ পর্যন্ত ভবনটি নির্মাণ করা হচ্ছে না। ঝড় আসলে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করে কাগজ পত্র নষ্ঠ হয়ে যায়। তবুও যাথাসাধ্যমত সারা দেশে ডাক প্রেরণ করা হয় শায়েস্তাগঞ্জ একমাত্র সাব ডাকঘর হতে।
এ ব্যাপারে সাব ডাকঘরের পোষ্ট মাস্টার পিযুষ সুত্রধর ও আরএমএস মাস্টার মুসলিম উদ্দিন ফকির জানান, তৎকালীন বৃটিশ সরকার আমলে এই ডাকঘরটি স্থাপিত হলেও এখনও পর্যন্ত এর কোন সংস্কার হয়নি। ফলে আমরা চাকরির জীবনের ঝুকি নিয়ে কাজ করছি।