এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শুকদেবপুর গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা। আলিফ চৌধুরী একাদশ বনাম গঙ্গানগর স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় প্রথম ব্যাট করে গঙ্গানগর স্পোটিং ক্লাব।
তাদের দেয়া ১০২ রানের টার্গেট নিয়ে মাঠে নামে আলিফ চৌধুরী একাদশের খেলোয়াড়রা। ১০ ওভারের খেলায় তারা খুব সহজেই ৫ উইকেট হাতে রেখে বিজয় ছিনিয়ে নিয়েছে।
২০১৮ সালের টুর্ণামেন্টেও আলিফ চৌধুরী একাদশ রানার্স আপ অর্জন করেছিলো।
(৩১ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে উপজেলার শুকদেবপুর মাঠে এ ক্রিকেট টুর্ণামেন্টেটির ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছিলো। টুর্নামেন্টটি অত্যান্ত দক্ষতার সাথে পরিচালনা করেন, মাহফুজ আহমেদ চৌধুরী সাকিল ও রাসেল মাহমুদ।
ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হেলাল ও ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের শামছুল (অল রাউন্ড নৈপণ্যে)। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহেল কালাম আজাদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপির সুনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
বিশেষ অতিথি ছিলেন কামরুল হাসান শামীম, সুমন কান্তি দেবরায় ও হুসাইন মোহাম্মদ আল আমিন প্রমূখ। উল্লেখ্য, এ টুর্নামেন্টের ডুনার ছিলেন অষ্টিয়া প্রবাসী আবু নাছির চৌধুরী টিপু ও আয়োজনে শুকদেবপুর স্পোটিং ক্লাব।