দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : শায়েস্তাগঞ্জ সহ আসে পাশের থানায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। অগ্রহায়ণের শেষ প্রান্তে এসে শায়েস্তাগঞ্জে শুরু হয়েছে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস। বৃহস্পতিবার,শুক্রবার কুয়াশায় দিনের বেলাতেও সূর্যের দেখা মিলেনি। আর এতে শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে হত-দরিদ্র ও অভাবী মানুষের।
ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে মানুষ। কুয়াশার সাথে হিমেল বাতাস ও আকাশে মেঘে ঢাকা থাকায় কাক্ষিত সূর্যের আলোর দেখা মিলছে না। ফলে ক্রমেই বেড়ে চলেছে শীতের প্রকোপ। কেউ কেউ খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আবার কেউ কেউ শীত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। আবহাওয়া অফিস সুত্রে জানাযায়, শীতের তীব্রতা আরও বাড়বে।
বিকালের পর থেকে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছে না। সন্ধ্যার পর পরই ঠাণ্ডার পরিমাণ বেড়ে যায়। রাত যত গভীর হয় শীতের মাত্রা তত বৃদ্ধি পায়। রাতে বৃষ্টির মতো টিপ টিপ করে কুয়াশা পড়ায় রাস্তাগুলো স্যাঁত স্যাঁতে অবস্থায় দেখা যায়। ভোরের দিকে ঢাকা থেকে সিলেট গামী দুলপাল্লা যানবাহন ও মোটরসাইকেলের হেড লাইড জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা যায়।
এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া দিনমজুর অনেকে জানিয়েছে, শীতে কারণে তারা কাজের সন্ধানে বের হতে পারছেন না। এই অবস্থায় পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা।
শায়েস্তাগঞ্জ সহ আসে পাশের থানা,উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিত্তবানদের প্রতি খেটে খাওয়া দিনমজুরদের আকুল আবেদন।