চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আহাম্মদ আলী।
বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা এমরানুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তনময় ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা বেলাল আহমেদ, ফনি ভূষণ রায়, ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খাদ্য পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব সূত্র ধর, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন, মোঃ আমিরুল ইসলাম খান, বিআরডিবি, পজীপ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য শিক্ষিকা শামীম আরা চৌধুরী, মিনতি রানী মোদক, আব্দুল মালেক তালুকদার, সাবেক মেম্বার আব্দুল হান্নান, সাংবাদিক মোঃ ফারুক মিয়া, আব্দুল হাই প্রিন্স প্রমুখ।