আজিজুল হক সানু,বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলায় নকল জুস ফ্যাক্টরীর আবিস্কারকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুস তৈরির বিপুল পরিমানের কেমিক্যাল সামগ্রীসহ অবৈধ জুস উদ্ধার করা হয়।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার রাঘবপুর গ্রামে জুস ফ্যাক্টরী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের মৃত আফরোজ মিয়ার পুত্র মুসাহিদ(২৮) ও শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামের মৃত আঃ কাদেরের পুত্র রফিক মিয়া(৩৪)।
স্থাণীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের ফারুক মিয়ার একটি বাড়ীতে একটি রুম ভাড়া নিয়ে গ্রেফতারকৃতরা নকল জুসের ফ্যাক্টরী আবিস্কার চালু করে। এতে বিভিন্ন কোম্পানির নামে-বেনামে আবিস্কৃত শক্তিলিটি ফ্লেবার ড্রীংস, ইগো সাইফারসহ পাহাড়ী এলাকায় অবৈধ ভাবে এসব জুস বিক্রি করছে।
সোমবার রাত ৩টার দিকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন পিপি, এসআই আব্দুর রহমান, এএসআই সত্যজিত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, লেচুর ফ্লেবার যুক্ত তরল কেমিক্যাল পাইপ, একটি ইলেক্ট্রনিক কর্ক মেশিনসহ লক্ষাধিক টাকার জুস ও সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে আরও একটি নকল কোম্পানির সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।