বিনোদন ডেস্ক : আবারও একসঙ্গে দেখা যাবে ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে। ‘হিরো দ্যা সুপারস্টার’ এর পর পরিচালক বদিউল আলম খোকন খানিকটা বিরতি দিয়ে শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন।
পরিচালক খোকন জানান, এ ছবির গল্প লেখার কাজ এখনও শেষ হয়নি তাই নামটি এখনও নির্ধারণ করা হয়নি। গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘ছবিটির গল্পে দেখা যাবে হিরোর বোনকে ভিলেন মেরে ফেলে এবং এ হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত হিরো কারও সঙ্গে কোন কথা বলে না। দর্শকরা এ ছবির পুরো অর্ধেক সময় ধরে কোন কথা বলতে দেখবে না শাকিব খানকে। এর আগে শাকিব খানকে এ ধরনের কোন ছরিত্রে দেখা যায়নি।’
ছবিটির শ্যুটিং সম্পর্কে পরিচালক জানান, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ছবির চিত্রধারণ করা হবে। এছাড়া গানগুলোর শুটিং থাইল্যান্ড বা সিঙ্গাপুরে ধারণ করার কথা চলছে। ছবিতে মোট পাঁচটি গান থকবে, তবে কারা গানগুলো গাইবেন তা এখন ঠিক হয়নি।
বদিউল আলম খোকন বলেন, ‘আমিতো সবসময় অ্যাকশন ঘারানার গল্প নিয়ে ছবি বানাই। এবারও তার ব্যাতিক্রম নয়। এছাড়া এবারের ছবিটির গল্প উপস্থাপনের বিষয়টি একবারেই ভিন্ন। নতুন এ ছবিতে দর্শকরা ভিন্নকিছু বা ভিন্নধর্মী অ্যাকশন দেখতে পাবে।’
শাকিব খান, অপু বিশ্বাসের সঙ্গে এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আঁচল। এছাড়াও মিশা সওদাগর, আফজাল শরীফ, প্রবীর মিত্র, রেহেনা জলি, সাদেক বাচ্চুসহ আরও অনেকে অভিনয় করবেন।