চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের জারুলিয়াতে রাজমেস্ত্রী কল্যাণ সমিতি ষাড় কাপ ফুলবল টুর্নামেন্টের জমজমাট খেলা চলছে।
প্রতিদিন জারুলিয়া বাজারের অদূরে দরবেশ শাহ্ এর মাজার সংলগ্ন মাঠে এ ফুটবল খেলা অনুষ্টিত হয়।খেলায় ১২ দল অংশ গ্রহন করছে।
নকআউট পদ্ধতিতে খেলে গতকাল মঙ্গলবার বাল্লা সূর্যোদয় ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে চুনারুঘাট রিপন একাদশ।প্রতিদিনের মত খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরুস্কার তুলে দেন রাজমেস্ত্রী কল্যান সমিতি’র উপদেষ্ঠা সাংবাদিক আঃ রাজ্জাক রাজু।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজমেস্ত্রী কল্যাণ সমিতি’র সভাপতি নাজমুল ইসলাম ও সেক্রেটারী মনির হোসেন,সাবেক ইউপি সদস্য আঃ ছালাম ইউপি সদস্য নটবর রোদ্রপাল, ধারাভাষ্যদিয়ে দর্শকদের মুগ্ধ করেন বিশিষ্ট ক্রীড়ামোদী কাজী আঃ মান্নান মাষ্টার।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় ও রানার্স আপ দলকে একটি ছাগল দেয়া হবে।