হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইমরুল কায়েস বলেন, লেখাপড়া অথবা খেলাধুলায় সফলতার জন্য একাগ্রতা প্রয়োজন। একসাথে দু’টিতে সফলতা আসবে না। তাই ভাল খেলোয়াড় হতে চাইলে সেখানে মনোযোগ রাখতে হবে।
সংবর্ধনায় বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলে রাব্বি রাসেল, সাইদুর রহমান প্রমুখ।
ইমরুল কায়েস বর্তমানে বিপিএলের দ্বিতীয় পর্বে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে সিলেটে অবস্থান করছেন। সর্বশেষ ম্যাচে তার দল স্বাগতিক সিলেট সিক্সার্সে বিপক্ষে দাপুটে জয় পায়।