এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সুরাবই নামক স্থানে যাত্রীবাহী টমটম উল্টে ৪জন যাত্রী আহত হয়েছে।
বুধবার দুপুরে অলিপুর থেকে আসা যাত্রীবাহী টমটম সুরাবই নামক স্থানে আসলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের গাড়ী দেখতে পায় তখনই টমটম পাশে থাকা অন্য রাস্তায় যেতে চাইলে যাত্রীসহ টমটম উল্টে যায়।গাড়ীতে থাকা ৪জন যাত্রী আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে হাসপাতালে প্রেরণ করে।তাৎখানিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।