প্রেস বিজ্ঞপ্তি : ১০ জানয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের নেতা আজিজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি হাজী মোঃ সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, শেফাল বণিক, সোহেল আফজাল, এডভোকেট মহিউদ্দিন সোহেল, বিপুল রায়, মোঃ ফারুক মিয়া, শাহীন তালুকদার, ডাঃ পিন্টু আচার্য্য, বদরুল আলম, দ্রুত জ্যোতি দাশ টিটু, বিপ্লব রায় সুজন, হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমান, আবুল কাশেম রুবেলসহ হবিগঞ্জ পৌর যুবলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আওয়ামী যুবলীগ জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সততা ও সাহসের দৃষ্টান্তকে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ধারণ করতে হবে।