হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পইল রোডে একরাতে এতিমখানার দানবাক্সসহ ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৬ ডিসেম্বর) রাতের কোন এক সময় এ ঘটনাগুলো ঘটে। এতে ওই ব্যবসায়ীদের অন্তত দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এলাকার জুয়াড়িরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই এলাকাতে প্রতিদিনই জুয়াড়িদের আস্তানা বসে। তাদের উৎপাতে ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু বিভিন্ন প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় জুয়াড়িদের বিরুদ্ধে কেউ মুখ খোলতে সাহস পায় না। সম্প্রতি জুয়াড়িদের কারণে ওই এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। ফলে স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়। কিন্তু সোমবার রাতে পুলিশী টহল থাকার পরও মাদ্রাসার দানবাক্সসহ ১০টি দোকানে চুরির ঘটনা ঘটে।
আ’লা হযরত ইমাম আহমেদ রেযা (রাঃ) সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা নাসির উদ্দিন জানান- সোমবার রাত ১০টার দিকে মাদ্রাসার সবকিছু ঠিক আছে দেখে আমি বাসায় চলে যাই। সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসার ছাত্ররা দান বাক্সটি ভাঙা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোরবেলা পইল থেকে একজন গুরুত্বর অসুস্থ রুগী নিয়ে একটি টমটম (অটোরিকশা) হাসপাতালে যাচ্ছিল। এ সময় দোকানের দরজা ভাঙা দেখে টমটম (অটোরিকশা) চালক চিৎকার করলে গ্রাম থেকে ব্যবসায়ীরা এসে জড়ো হন। পরে দেখতে পান ওই এলাকার আক্তার হোসেন এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারের দোকান, সেলিম এন্টারপ্রাইজ, মা স্টোর, কাজল এন্টারপ্রাইজ, জয়নাল আবেদীন চাঁন মিয়া এন্টারপ্রাইজ, ফয়সল ইসলাম এন্টারপ্রাইজ, নাগ ফার্মেসী, আলাউদ্দিন স্টোর ও আক্কাস এন্টারপ্রাইজের দোকানের দরজা ভাঙা।
চোরেরা ওই দোকান থেকে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের আনুমানিক মূল্য দুই থেকে তিন লাখ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, স্থানীয়রা আমাকে চুরির বিষয়টি অবগত করলে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পুলিশ তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।