হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যেমন করে প্রতিবন্ধীরা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে তেমনি করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যারা দেশের সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করছে তারা দেশের মঙ্গল চায় না, তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপ-পরিচালক সমাজসেবা সোয়েব আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাহেব আলী প্রমুখ।