নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-মিরপুর সড়কে নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী ৪টি বালু বোঝাই ট্রাক্টর আটক করেছে ট্রাফিক পুলিশ।
এ খবর ছড়িয়ে পড়লে ট্রাক্টর মালিক ও চালকসহ বালু মহালের ইজারাদাররা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বালু বোঝাই ট্রাক্টরগুলো আটক করে।
ট্রাক্টর মালিক ও চালকরা অভিযোগ করেন, হবিগঞ্জ শহরের উপর দিয়ে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রাক্টর চলাচল নিষিদ্ধ থাকলেও শহরের বাইরে চলাচলে কোন বাঁধা নেই। তারা আরো জানান, সরকারি কাজে নিয়োজিত বালু ও মাটি আনার একমাত্র যানবাহন ট্রাক্টর। দীর্ঘদিন ধরে সরকারিসহ বিভিন্ন স্থাপনায় বালু ও মাটি সরবরাহ করে আসছিলেন এবং সরকারি কাজে ট্রাক্টর দিয়ে সহযোগিতা করছেন।
সম্প্রতি ২ মাস আইন শৃংখলা বাহিনীর নির্দেশে ট্রাক্টর বন্ধ থাকায় অনেক মালিক শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। পরে প্রশাসন শহরের বাইরে চলাচলের অনুমতি দেন। কিন্তু রহস্যজনক কারণে ট্রাফিক পুলিশ সম্পূর্ণ বেআইনীভাবে তাদের ট্রাক্টর আটক করেন।
ভবিষ্যতে তারা যদি এরকম করেন তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ জানায়, রোড না পারমিট থাকায় ট্রাক্টরগুলো আটক করা হয়েছে।