স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকা বিজয়ের প্রতীক। এই নৌকার প্রতি জনগণের ভালবাসা ছিল বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করতে পেরেছিলেন।
নৌকার প্রতি জনগণের ভালবাসা ছিল বলে দেশনেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। আগামীতে দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকাকে ভালবেসে আবারো বিজয়ী করুন। এই নৌকা সবসময় সাধারণ মানুষের কথা বলে।
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বিগত ১০ বছরে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে আপনারা বিজয়ী করেছিলেন বলে দিনরাত কাজ করে অবহেলিত হবিগঞ্জকে আলোকিত হবিগঞ্জ করেছি। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তাই এই মাটির সন্তান হিসেবে আপনাদের দোয়া, ভালবাসা এবং ভোট প্রত্যাশা করছি।
তিনি বলেন, আপনারা যখনই আমার কাছে এসেছেন, আমি সাধ্যমত আপনাদের কথা শুনে কাজ করার চেষ্টা করেছি। আবার আমি যখন, আপনাদেরকে আহবান করেছি, আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের সাথে আমার ভালবাসার সম্পর্ক। এই সম্পর্ক চিরদিন অটুট থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জবাসীর সেবা করে যেতে চাই। মনে রাখবেন, আমি আপনাদের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনাদের দোয়া এবং ভালবাসায় এই ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা এখনও বসে নেই। তারা আপনাদেরকে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হবে। আপনারা এই অপপ্রচারে কান না দিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এটাই আমার প্রত্যাশা।
নির্বাচনী প্রচারণা সভা ও গণসংযোগকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আরব আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মীর জালাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, লুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমেদ, রিচি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক জাহির মিয়া, লুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বীয়ান ও যুব সমাজ।