প্রেস নিউজ : হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদারের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন নিজামপুর ইউনিয়নবাসী। গতকাল দুপুরে শতাধিক মুরুব্বীয়ানসহ এলাকাবাসী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বী মিনহাজ উদ্দিন, জামাল সর্দার, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা আব্দুন নূর, হাজী মতিউর রহমান, ইউপি মেম্বার আব্দুর রউফ, ইউপি মেম্বার রফিক প্রমূখ।