স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদারসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ ছালেক মিয়া জানান, শনিবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর আওয়ামী লীগের অফিসে বসা ছিলেন। এ সময় ধানের শীষের প্রার্থী জিকে গউছসহ যুবদল, ছাত্রদল ও বিএনপি’র নেতারা প্রচারণা মিছিল করেন। মিছিলটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসামাত্রই মিছিলকারীরা এসে আওয়ামী লীগের অফিসে অতর্কিতে হামলা চালায়। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে গেলে মিছিলকারীরা অফিসে হামলা ও ভাংচুর চালায়। এ সময় অফিসে থাকা শতাধিক চেয়ার এবং সামনে থাকা প্রচারণার কাজে ব্যবহৃত একটি টমটম এবং মাইক ভাংচুর করে।
পরবর্তীতে খবর পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে বিএনপির সমর্থকরা চলে যান। এ সময় ধানের শীষের এমপি প্রার্থী জিকে গউছ স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। পরবর্তীতে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।
হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।