নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় প্রসুতি, নবজাতক, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্ঠি কর্মশালা প্রনয়ণ বিষয়ক ৩ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ ) ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সীমান্তিক, এফআইভিডিবি ও সেভ দ্যা চিলড্রেন এর সহায়তায় এবং ডিজিএইচএস ও ডিজিএফপি আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অর্ধেন্দু দেব।
প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগীয় উপ-পরিচালক ডা: জসিম উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথি ও রিসোসপার্সন হিসেবে বক্তৃব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, নবীগঞ্জ বাউসা ইউ.পি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, চুনারুঘাট আহমদাবাদ ইউ.পি চেয়ারম্যান আবেদ হাসানত চৌধুরী সনজু, বানিয়াচং সমাজসেবা অফিসার মোঃ জালাল উদ্দিন ও এফআইভিডিবি এফপি মোঃ ফখরুল ইসলাম চৌধুরী।
তিন দিন ব্যাপী কর্মশালায় উদ্বোধনী পূর্বে পবিত্র কোরআন ও গীতা পাঠ শেষে জেলা পরিবার পরিকল্পনা পঠভূমি এবং উদ্দেশ্য বিষয়ে উপস্থাপন করেন ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা: জতন ভৌমিক।
উদ্বোধনী শেষে জেলা পরিকল্পনা সঞ্চালন বিষয়ক উপস্থাপনা, পরিকল্পনা প্রক্রিয়া, অনুশীলন পর্ব এবং সমস্যানিরুপন ও অগ্রাধিকার নির্ণয়ের জন্য দলমত চলমান অনুশীলন পর্ব কার্যক্রম করা হয়।
৩ দিন ব্যাপী হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালা মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি করা হবে।