হবিগঞ্জ প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে হবিগঞ্জে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৪ ডিস্বম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের আর ডি হল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে “প্রাকৃতজন”।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহ সভাপতি তাহমিনা বেগম গিনি, গবেষক ডক্টর শেখ ফজলে এলাহি, প্রাকৃতজন এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটারিয়ান ডা. এস এস আল আমিন সুমন, সংস্কৃতি কর্মী তারেক খান, টিপু চৌধুরী, আব্দুর রকিব রনি, পার্থ সারথি রায়, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খা, রোটারেক্টর মিজবাউর রহমান জুয়েল, মিফতাউর রহমান, তাসিন বিলওয়াল আরিয়ানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মীবৃন্দ।