মোযযাম্মিল হক ,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে অনুষ্টিত বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আবদুল বাকী ও শিবলী চৌধুরী প্রমূখ।
সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে সন্ধ্যায় নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের।
এতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জামিল ফোরকান, শিবলী চৌধুরী,ইমাম হোসেন,রতন মিয়া,প্রভাষক জিয়াউদ্দিন,প্রবোদ মৈশান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,মনির হোসেনসহ ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা অংশগ্রহন করেন। এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গান ও কবিতা পরিবেশন করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা।