নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ – বাহুবল নির্বাচনী এলাকার আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী শুক্রবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গণ সংযোগ করেছেন। তিনি ভোটারদের ধারে ধারে লিফলেট বিতরণসহ নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।
ওই দিন দুপুরে উপজেলার আদিত্যপুর, ভবের বাজার, কানাইপুরসহ নানা স্থানে গণ সংযোগকালে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, প্যানেল মেয়র-১ ও জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম সাধারন সম্পাদক এটিএম সালাম, পৌর মৎস্যজীবিলীগের সভাপতি রফিক মিয়া মেম্বার, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল প্রমুখ।