মোযযাম্মিল হক ,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আল্লাহর রহমত না থাকলে কেউ জন প্রতিনিধি হতে পারেনা।
বৃহস্পতিবার নাসিরনগরে গোয়ালনগর ইউপির নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থীর সমালোচনা করে মহাজোট প্রার্থী জনাব আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এসব কথা বলেন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপির নিবার্চনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গোয়ালনগর খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ কিরণ মিয়ার সভাপতিত্বে আওয়ামীলগি নেতা শহীদ মাস্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,যুবলীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম,লিটন দেবনাথ প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন আপনার আমাকে গত উপ-নিবার্চনে ভোট দিয়ে এমপি নিবার্চিত করেছেন।
আপনাদের সমর্থনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নৌকা প্রতিক ভোট দিয়ে আমাকে আবারো বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় গোয়ালনগর ইউনিয়ন দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।