উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ আইডিয়া একটি জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে “শান্তিতে বিজয়,শান্তি জিতলে জিতবে দেশ” এই শ্লোগানসহ সংগঠনের বিভিন্ন কার্য্যক্রমের উপর গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ মধ্য বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
আইডিয়ার নবীগঞ্জ সমন্বয়কারী উজ্জ্বল দেবের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিয়ার হবিগঞ্জ জেলা সমন্বয়কারী ওয়াদুদ ফয়সল চৌধুরী। লিখিত বক্তব্য তিনি বলেন, আইডিয়া একটি জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা। সম্প্রতি “শান্তিতে বিজয়” নামে একটি প্রকল্প কার্যক্রম শুরু করে সিলেট বিভাগের ৩টি জেলায়। শান্তিতে বিজয় প্রকল্প বাস্তবায়নে সহযোগীতা করছে ডেমোক্রোসি ইন্টান্যাশনাল নামে একটি আন্তজার্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা।নভেম্বর ২০১৮ হতে প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশনসহ সিলেট জেলার ৭টি উপজেলায়,সুনামগঞ্জ জেলার ৪টি এবং হবিগঞ্জ জেলার ৫টিসহ মোট ১৬টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন কার্য্যক্রম শুরু করেছে।
শান্তিতে বিজয় প্রকল্পের মুল উদ্দেশ্য হলো দেশে ১ কোটি মানুষের শান্তিপূর্ন ও সহনশীল রাজনীতির স্বপক্ষে একত্রিত হবার মঞ্চ তৈরী করা। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিপুল সংখ্যক সাধারন মানুষের মতবিনিময়ের সুযোগ তৈরী করার জন্য সারাদেশে“শান্তিতে বিজয়” ক্যাম্পেইনের আওতায় আয়োজিত হচ্ছে শান্তি-শোভাযাত্রা,নির্বাচনী প্রার্থীদের সাথে সংলাপ,রাজনৈতিক নেতাদের সাথে গোলটেবিল বৈঠক ও কর্মশালা। এ প্রকল্পের কার্য্যক্রমের আওতায় ছাত্র-ছাত্রী,শিক্ষক এবং স্থানীয় সুধীজনেরা একত্রিত হয়ে শান্তিপূর্ন রাজনৈতিক চর্চ্চা সপক্ষে এক সাথে কাজ করার জন্য তরুন প্রজন্ম ও রাজনৈতিক নেতাদেরকে উদ্বদ্ধু করছে।
প্রকল্পের এ উদ্দেশ্যকে সামনে রেখে গত ৯ ডিসেম্বর ২০১৮ নবীগঞ্জ উপজেলার নাগরিক সংলাপ নামে একটি কর্মশালার আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সভাপতি এটি এম সালাম,সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,সাবেক সাধারন সম্পাদক সরওয়ার শিকদার,সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা,সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান,এটি এম জাকিরুল ইসলাম,শামীম আহমদ চৌধুরী,ছনি চৌধুরী,মিজানুর রহমান সোহেল,নাবিদ মিয়া প্রমূখ।