সুতাং প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাংয়ের প্রায় সর্বত্র মাদকের অন্ধকারের চোরাগলিতে ডুবে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়,সরকারের জিরো ট্রলারেন্স চলা সত্তেও নূরপুর ইউনিয়নের সুতাং শাহ্জীবাজার,বাছিরগঞ্জ বাজারসহ বাজারের আশপাশ গ্রামগুলিতেও ইয়াবা এবং গাজা নামক মাদকের বেচাঁকেনা হচ্ছে যেন কেউর অনুমতি নিয়ে। ফলে, উল্লেখিত স্থান গ্রাম এলাকার তরুণ যুবক এমনকি বয়স্ক লোকেরাও মরণনেশা মাদক কিনে নিয়ে সেবন করছে।
আবার দূর দূরান্ত থেকেও মাদক সেবীরা উক্ত এলাকা থেকে মাদক কিনে নিয়ে যাচ্ছে পাইকারী ও খুচরা। এ সমস্ত যুবক এবং বয়স্ক লোকেরা প্রায়ই স¤্রান্ত ও ধনী পরিবারের আর কিছু সংখ্যক দিনমজুর দরিদ্র ।
সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত তাদের আনাগুনা চলে। বর্তমানে শীত পড়ে গেছে আর এ শীতেই বেশিরভাগ এ মাদকদ্রব্য মজুদ ও বেচাঁ-সেবন চলে বেশি। এমনও অভিযোগ পাওয়া গেছে যে,আসন্ন জাতীয় নির্বাচন এবং ওরস মেলাকে সামনে রেখে এ জাতীয় মাদক মজুদ হচ্ছে এবং সময়মত বেশি দামে বিক্রি হবে।
উক্ত ইউনিয়নের পাশ^বর্তী ইউনিয়ন ব্রাহ্মণডুরা ইউনিয়নের শিল্পনগরীকে কেন্দ্র করে এসমস্ত মাদকের চোরাগলি সীমা পেড়িয়ে যুব সমাজকে ধ্বংশ করছে। অভিক্ষ মহলের অভিমত, শীগ্রই যদি মাদকের অন্ধকারের চোরাগলি ধ্বংশ না করা যায় উল্লেখিত এলাকাতে যেমন নির্বাচনীয় প্রচারে ব্যাঘাত ঘঠবে অন্যদিকে পবিত্র ওরস মেলা ও বিঘিœত হবে। আর মাদক সেবকদের শারীরিক,মানষিক এবং অর্থনৈতিকভাবে মারাত্বক ক্ষতির সম্মুখীন হবে।
অথ্যাৎ,মানবজীবন ধ্বংশ ছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য, বর্তমানে এলাকায় মাদক বিক্রয়কারীদের ও সেবনকারীদের মধ্যে প্রায়ই মারামারি-কাটাকাটিসহ রক্তপাত সংঘঠিত হচ্ছে এবং চুরি-চিনতাইয়ের ঘটনা প্রায় প্রতি দিন-রাতই কোনো না কোনো গ্রাম এলাকাসহ বাজার,শিল্পনগরীর আশপাশে ঘঠছেই।