শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজদু মিয়া মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুবদল নেতৃবৃন্দ। শনিবার প্রেরিত এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মহুমের আত্মাতার মাগফেরাত কামনা করা হয়।
শোক জানিয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেল যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, নিজামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিনহাজ উদ্দিন, নুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার, যুবদল নেতা শ্যামল আহমেদ, আব্দুল কাইয়ূম ফারুক মেম্বার, হাজী মতিউর রহমান , হাবিবুর রহমান বেনু, নাছির উদ্দিন সেলিম, আক্তার আহমেদ, শাহজাহান জিতু, নাছির, মোহন প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান আজদু মিয়া। মরহুম আজদু মিয়ার ছোট ভাই স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম।