রংপুর প্রতিনিধি সুমন বাবু : রংপুরের পীরগঞ্জে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা, মাই টিভি, অনলাইন পত্রিকা বজ্রকন্ঠ ডট নেট, বজ্রকন্ঠ ডট কম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকা, পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা, সমকালীন বার্তা, দৈনিক যুগান্তর পত্রিকার প্রচার সহযোগীতায় উপজেলা সদরের গ্রীন হার্ট কালচারাল একাডেমীর আয়োজনে গোটা পীরগঞ্জ উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নৃত্য, গান, আবৃতি, সাধারন জ্ঞান সহ মোট ৬টি বিষয়ে “দেখাও যত প্রতিভা তোমার” প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এতে প্রত্যেক বিভাগের জন্য অল রাউন্ডার প্রতিযোগীর জন্য ল্যাপটপ পুরুস্কার সহ প্রত্যেক বিজয়ীর জন্য আকর্ষনীয় পুরুস্কার রয়েছে। আগামী ২৫ ডিসেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে গ্রীন হার্ট গার্ডেন কালাচারাল একাডেমীর পরিচালক আজমগীর খান এবং প্রতিযোগীতার তত্বাবধায়ক আমিরুজ্জামান সুমন জানিয়েছেন।