নিজস্ব প্রতিনিধি:-
মহান স্বাধীনতা দিবস ও জিয়া পরিষদের ২৭ তম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেনেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রুপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্টাতা। আজ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
সৌদিআরব পঃ জিয়া পরিষদের সভাপতি গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক ও ফয়ছল চৌঃ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সৌদিআরব পঃ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,জেদ্দাহ মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, সৌদিআরব পঃ যুবদল সভাপতি মোজাম্মেল হোসেন, জেদ্দাহ মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান তপন, নাজরান প্রাদেশিক বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, মক্কাহ প্রাদেশিক বিএনপির সিনিয়র উপদেষ্টা জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক আবছার আহমেদ,উলামাদলের সাধারন সম্পাদক মাওঃ আছাব উদ্দীন, তরুণ প্রজন্মদল সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।
বক্তব্য রাখেন জেদ্দাহ মহানগর সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, সাইবারদল সৌদিআরব সাধারন সম্পাদক টিপু সুলতান, সৌদিআরব যুবদলের সহসভাপতি সাইদুর রহমান,ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম ফরহাদ, লুৎফুর রহমান, আ.হাকিম সহ বিএনপি, যুবদল বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।