মেযযাম্মিল হক, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা ॥ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই শ্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র সংগ্রহ এবং বিতরণের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে নাসিরনগর থানা পুলিশ। থানা পুলিশের উদ্যোগে থানা ভবনের সামনে দেয়ালে‘মানবতার দেয়াল’নামে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘মানবতার দেয়াল’ উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির। এসময় থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,ওসি(তদন্ত) রঞ্জণ কুমার ঘোষ,পুলিশিং কমিটির সম্পাদক অরুণ জ্যোতি ভট্রার্চায,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাজের বিত্তবান স্বচ্ছল মানুষের প্রতি মানবিক আবেদন জানিয়ে পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির বলেন, আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান’। আর আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান।
একটি দেয়ালকে রঙ দিয়ে সাজিয়ে তার নাম করণ করেন ‘মানবতার দেয়াল’। দেয়ালে রাখা হয়েছে কাপড় ঝুলিয়ে রাখার ব্যবস্থা। নীচেও পরিস্কার করে কাগজ রাখা হয়েছে কাপড় রাখার জন্য। এমন উদ্যোগকে এলাকাবাসী সকলেই থানা পুলিশের প্রতি স্বাগত জানিয়েছে।