বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জামাল পুর গ্রামের কলেজ ছাত্র সোয়েম হত্যার খুনিদের ফাঁসি দাবিতে বুধবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর,ঘোষ মলা,কামালখানী,হেংগু মিয়ার পাড়া, হাজরাপারাসহ কয়েক গ্রাম বাসীরা।
উপজেলা সদরের স্থানীয় শারংবাজারে এ মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নিহত সায়েমের মামা সামির আলী,জামালপুর গ্রামের সভাপতি দিলু মিয়া,আলতু রশিদ,নুর মিয়া,তালেব হোসেন,মোস্তাকুিম মিয়া, নুর আলী,নুর মিয়া,সাবেক মেম্বার, ফজলু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২৮ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় শারংবাজার থেকে বাড়িতে ফেরার সময় বাড়ি পাশে যাওয়ার সময় ইউপি সদস্য মিজান মিয়ার নির্দেশে মিজান বাহিনীর প্রধান নজরুল তার সহযোগিদের সাথে নিয়ে সায়েমকে পুর্ব বিরুধের জের ধরে আকস্মিক ভাবে তার ওপর হামলা করে এবং ছুরিকাঘাতে তাকে হত্যা করে।
এ ঘটনায় সায়েমের মা আমিনা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং- ০১, তারিখ- ০১/১২/২০১৮ইং।